
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার অষ্টমবার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে তাঁর সরকার। তবে শুধুই বাজেট পেশের ক্ষেত্রে নয়, স্টাইল স্টেটমেন্টেও নজির গড়েছেন নির্মলা। তাই বাজেটের দিন দেশের অর্থনৈতিক পরিস্থিতি সঙ্গে বরাবরই শাড়ির জন্যও শিরোনামে থাকেন অর্থমন্ত্রী। এবার বিহারের মধুবনী শাড়ি পরে বাজেট পেশ করলেন তিনি।
প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের শাড়ি পরেই দেখা যায় নির্মলাকে। সেই সব শাড়ির ভাঁজে ভাঁজে থাকে ভিন্ন বার্তা। এবছরও তাঁর অন্যথা হয়নি। আজ বাজেটের দিন মধুবনী কাজ করা সোনালি পাড়ের সাদা শাড়ি পরেছেন নির্মলা। যার সঙ্গে রয়েছে গাঢ় লাল রঙের কনট্রাস্ট ব্লাউজ। কপালে ছোট্ট টিপ ও সামান্য হালকা সোনার গয়না ছিল হাতে, কানে ও গলায়। আর হাতে সেই লাল বাজেট খাতা। এভাবেই বাজেট পেশ করতে হাজির হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
মধুবনী শিল্প বিহারের মিথিলা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প। শিল্পীরা রং-তুলির মাধ্যমে কাপড়ের উপর জটিল জ্যামিতিক নিদর্শন, প্রকৃতি-ফুলের নকশা এবং পৌরাণিক কাহিনি ফুটিয়ে তোলেন। এই শিল্পকলা প্রাণবন্ত রং, সূক্ষ্ম রেখা এবং প্রতীকী উপস্থাপনার জন্য পরিচিত। দেশীয় শিল্পের এই শাড়ি সকলের সামলে তুলে ধরলেন নির্মলা।
অর্থমন্ত্রীর শাড়ির পিছনে আরও একটি কাহিনী রয়েছে। ২০২১ সালে বিহারের দুলারি দেবীকে পদ্মশ্রী সম্মান দেয় মোদি সরকার। এর আগে অর্থমন্ত্রী ক্রেডিট আউটরিচ কার্যক্রমের জন্য মিথিলা আর্ট ইনস্টিটিউটে গিয়েছিলেন। যেখানে তিনি দুলারি দেবীর সঙ্গে দেখা করেন৷ পরে অর্থমন্ত্রীকে একটি শাড়ি উপহার দেন পদ্মপুরস্কার প্রাপক। যা বাজেটের দিন নির্মলাকে পরার অনুরোধ করেন তিনি। জানা যায়, দুলারী দেবীর কথা রাখতে এদিন ওই শাড়ি পরে বাজেট পেশ করেন নির্মলা।
স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা
জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত
সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে
কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা
৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান
এক রাতে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা
লিভারের জন্য জরুরি ম্যাগনেশিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি
চাল ভেজানো জলেই ম্যাজিক! এক সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তো, ফল দেখলে চমকে যাবেন
ফোনের আসক্তিতে সন্তানের আচরণে বদল এসেছে? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
শুধু রান্না-গরম নয়, হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ অভেন! জানেন সেইসব জাদু টোটকা?